48
ডেনমার্ক ও গ্রীনল্যান্ডের বিদেশমন্ত্রীদের ওয়াশিংটন যাত্রায়, ফের শিরোনামে গ্রিনল্যান্ড বিতর্ক। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে রুদ্ধদার বৈঠকের পর ডেনমার্কের মন্ত্রীর দাবি, গ্রীনল্যাণ্ড দখলে আমেরিকা অনড়। তবে দু’পক্ষই একটি অন্তরবর্তীকালীন দল গড়তে রাজি হয়েছে। যদিও আমেরিকার তরফে ওই দল নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।