52
বাংলাস্ফিয়ার: অভিবাসন দফতরের এক আধিকারিকের গুলিতে একজন মহিলা আন্দোলনকারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মিনেয়াপলিস। বুধবার প্রকাশ্য ট্রাফিক সিগনালে এক ভেনেজুয়েলান অভিবাসীকে গুলিতে জখম করেন আরেক আধিকারিক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তড়িঘড়ি আরও কয়েকশো অভিবাসন আধিকারিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। শহর জুড়ে জারি কড়া নজরদারি।