69
বাংলাস্ফিয়ার: সম্পর্ক মেরামতির লক্ষ্যে বেজিংয়ের দরবারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ২০২৪ সালে চিনা ইলেকট্রিক গাড়িতে ১০০% শতাংশ শুল্ক চাপানোয় তলানিতে ঠেকেছিল দু’দেশের কূটনৈতিক সম্পর্ক। কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগীর সঙ্গে, অভিমানের বরফ গলাতে কার্নির এই সফর যথেষ্ট তৎপর্যপূর্ণ। তবে তাঁর সফরের ঠিক আগেই কানাডাকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে তাইওয়ান। এই ‘অকাল’ কৃতজ্ঞতায় সফরে আগে বেশ অস্বস্তিতে পড়েছেন কার্নি।