130
বাংলাস্ফিয়ার: জ্বলছে ইরান। সাম্প্রতিক গণবিক্ষোভের আগুনে এখন প্রধান শহরগুলি কার্যত রণক্ষেত্র। রাষ্ট্রীয় দমনপীড়নে মৃত কয়েক হাজার মানুষ। ইন্টারনেট ব্ল্যাকআউটের জেরে সঠিক পরিসংখ্যান এখনও সামনে আসেনি। গ্রেফতার হওয়া বন্দিদের দ্রুত শাস্তি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছিল সেদেশের প্রধান বিচারবিভাগ। অবশ্য ট্রাম্পের ‘কড়া দাওয়াইয়ের’ হুমকিতে শেষমেশ পিছু হঠেছে তেহরান; মৃত্যুদণ্ড আপাতত স্থগিত। তবে পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে তড়িঘড়ি নিজেদের সেনাকর্মীদের নিরাপদ আশ্রয়ে পাঠাচ্ছে ওয়াশিংটন।